কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা বিষয়ে সেমিনার

 স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২২, শুক্রবার, ১০:০৩ | রকমারি 


কিশোরগঞ্জে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের গৌরাঙ্গ বাজারে হোটেল শেরাটন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা সংসদ এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা সংসদ সভাপতি মিজানুর রহমান বিজয়।

সেমিনারে আলোচক ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, জেলা উদীচী সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, রঞ্জিত সরকার ও সৈকত সরকার, ছাত্র ইউনিয়ন নেতা অপু সাহা, ফাত্তাহ আমিন চৌধুরী সিয়াম প্রমুখ।

বক্তারা ছাত্র রাজনীতির অন্ধ দলপ্রীতি বর্জন করে ছাত্রসমাজকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ছাত্র আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর