কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বন্যায় ফিশারি ডুবে ২৫ লাখ টাকার ক্ষতি, সর্বশান্ত খামারি

 স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২২, শুক্রবার, ৩:৪১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইলে বন্যার পানিতে ২৩ একর আয়তনের একটি ফিশারি তলিয়ে গেছে। এতে ফিশারির সব মাছ বের হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ফিশারিটির পাঁচজন খামারি সর্বশান্ত হয়ে পড়েছেন।

গাগলাইল বন্দে মুসলিম, মাহবুব, সাইফুল, দুলাল ও রাসেল নামে এলাকার পাঁচজন যুবক আত্মকর্মসংস্থানের জন্যে বার্ষিক ১২ লাখ টাকায় ভাড়া নিয়ে চার বছর আগে গাগলাইল বন্দে মৎস্য খামারটি গড়ে তুলেছিলেন।

কিন্তু সাম্প্রতিক আকস্মিক বন্যায় মৎস্য খামারটি তলিয়ে যাওয়ায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ফিশারিতে থাকা অন্তত ২৫ লাখ টাকার মাছ বের হয়ে গেছে।

বিপুল পরিমাণ এই ক্ষতির মুখে খামারি পাঁচ যুবকের মাথায় হাত পড়েছে। তাদের পরিবারে হতাশা নেমে এসেছে।

ক্ষতিগ্রস্ত খামারটির পরিচালক মুসলিম মিয়া জানান, ফিশারিতে চার মাস পর পর তারা পোনা ছেড়েছেন। প্রতি মাসে খামারটিতে ১৫ টনের মতো খাদ্য দিয়ে আসছেন।

মাছের পোনা পাইল দিয়ে বড় হয়ে সিলভার দেড়-দুই কেজি, কার্পু তিন-চার কেজি, মৃগেল দুই কেজি, কাতলা চার কেজি, গ্রাসকার্প পাঁচ কেজিসহ বিভিন্ন প্রজাতির মাছ জমে অন্তত ২৫ টাকার মাছ জমা হয়।

কিন্তু গত ১৯ জুন দিবাগত রাতে বন্যার পানিতে ফিশারির পাড় ডুবে যায়। এতে সব মাছ খামার থেকে বের হয়ে চলে গেছে।

ফিশারি তলিয়ে যাওয়ার এ দৃশ্য নিজের চোখে দেখলেও খামারিদের অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না।

খামারি মুসলিম মিয়া বলেন, এভাবে চোখের সামনে ফিশারি তলিয়ে যেতে দেখে আমাদের কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। ফিশারি তলিয়ে যাওয়ায় আমরা এখন অসহায় হয়ে পড়েছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর