কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা

 মিঠামইন সংবাদদাতা | ১১ জুন ২০২২, শনিবার, ৭:৩৮ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে বিট পুলিশিং বিষয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকালে মিঠামইনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মিঠামইন থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।

সভায় সভাপতিত্ব করেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) কলিন্দ্র নাথ গোলদার।

সভায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, পেশাজীবী সংগঠনের সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান ভূঁইয়া, গোপদীঘি ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, কাটখাল ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সিদ্দিকী, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, ইউপি সদস্য মো. মুজিবর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সুবোধ বৈষ্ণব, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক কাউছার আহমেদ পাভেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ, ইমাম মাওলানা আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন মিঠামইন থানার এসআই গণেশ চন্দ্র শীল।

সভায় বিট পুলিশের  সেবার মান, মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহের কুফল, সাইবার অপরাধ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, স্থানীয় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে দূই পক্ষের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা তথা আইন শৃঙ্খলা অবনতি রোধে কল্পে অফিসার ইনচার্জ (ওসি) কলিন্দ্র নাথ গোলদার সকলের সহযোগিতা কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর