কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২২, বুধবার, ৮:৪০ | শিক্ষা  


কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে নবীন বরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সকালে বিশ্ববিদ্যালয় সভা কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মোশতাকুর রহমান, করিমগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ছায়েদ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেদের তৈরি করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এ.কে নাছিম খান, দৈনিক সমকালের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহাকারি অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারক আহমেদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর