কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে কলেজছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেয়ায় চা বিক্রেতা আটক

 স্টাফ রিপোর্টার | ১৩ মে ২০২২, শুক্রবার, ১১:৪৮ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে মো. আউয়াল মিয়া (৩৮) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আউয়াল উপজেলার জয়কা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আনফর আলী।

আউয়ালের বারুক বাজার ব্রিজের পশ্চিম পাড়ে চায়ের দোকান রয়েছে। সেখান থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, একাধিক সন্তানের জনক আউয়ালের দুই স্ত্রী রয়েছে। তার এক বিবাহিত ছেলেও রয়েছে।

এদিকে ওই ছাত্রী ঢাকার একটি কলেজে পড়ালেখা করেন। ঈদে তিনি বাড়িতে এলে চা বিক্রেতা আউয়াল তাকে উত্ত্যক্ত করতে থাকে।

এক পর্যায়ে ওই ছাত্রীর ছবির সাথে তার ছবি এডিট করে জোড়া লাগিয়ে Md Awal Maiya নামক নিজের আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ওই ছাত্রী গত বুধবার (১১ মে) করিমগঞ্জের ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

ইউএনও বিষয়টি করিমগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ আউয়াল মিয়াকে আটক করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী জানান, আউয়াল মিয়াকে রাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর