কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মজুত সয়াবিন তেল উদ্ধার করে কম দামে বিক্রি, জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২২, বুধবার, ৮:১৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রমে মেসার্স বদরুল ইসলাম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে কম দামে (পূর্বের মূল্য) উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়েছে। এছাড়া সয়াবিন তেল মজুতের অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক হোসেনপুর বাজারের কলেজ রোডে এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

এ তদারকি কার্যক্রমে জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ লাইনের একটি তদারকি টিম সহযোগিতা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দাম অনুযায়ী, সয়াবিন (খোলা) তেল ১ লিটার ১৮০ টাকা, বোতল (সয়াবিন) ১ লিটার ১৯৮ টাকা, বোতল (সয়াবিন) ৫ লিটার ৯৮৫ টাকা এবং পাম সুপার ১ লিটার ১৭২ টাকা বিক্রির কথা।

কিন্তু হোসেনপুর বাজারের কলেজ রোডের মেসার্স বদরুল ইসলাম সরকার নির্ধারিত এ দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান পরিচালনা করে সেখানে ২০০ লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়।

ফলে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোডাউন থেকে উদ্ধার করা ২০০ লিটার সয়াবিন তেল কম দামে (পূর্বের মূল্য) উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, রিয়া স্টোর নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে অনুমোদনহীন পণ্য পাওয়া যায়। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠানটিকে দুই হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর