কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান

 স্টাফ রিপোর্টার | ২ মে ২০২২, সোমবার, ৮:৩৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার (২ মে) বাদ আসর মিঠামইন উপজেলার মহিষারকান্দি মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে বাদ জোহর কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম আফজল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান ‍রুমী প্রমুখসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

সোমবার (২ মে)  ভোর ৪ টা ২০মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেন।

এর আগে হঠাৎ তার অসুস্থতা বাড়লে রোববার (১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

আলহাজ্ব এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান একজন খ্যাতনামা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মিঠামইন উপজেলা পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান সভাপতি নির্বাচিত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর