কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 মিঠামইন সংবাদদাতা | ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ৯:১১ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে গর্তের পানিতে ডুবে আমির হামজা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ কলের হাটি গ্রামে পানিতে ডুবে এই শিশুমৃত্যুর ঘটনাটি ঘটেছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু আমির হামজা মালিউন্দ কলের হাটি গ্রামের আলমাছের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বাড়ির সামনে অলওয়েদার সড়কের পাশে খেলতে যায় শিশু আমির হামজা।

সেখানে একটি গর্ত ছিল। কখন সে পাশের গর্তে পড়ে যায় বাড়ির কেউ বলতে পারেনি।

অনেক খোঁজাখুজির পর বিকাল ৪টার দিকে সড়কের পাশে গর্তে তার মৃতদেহ পাওয়া যায়।

পরে তাৎক্ষণিক আমির হামজাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক ডা. হাসিব শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূঁইয়া জানান, বিষয়টি তিনি অবগত রয়েছেন। গ্রাম পুলিশ পাঠিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি অবগত রয়েছেন বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর