কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন দিনব্যাপী বিজয় মহোৎসব অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ৫:১৬ | সম্পাদকের বাছাই  


‘বিজয় নিশান উড়ছে ঐ বাংলার ঘরে ঘরে’ এ স্লোগান নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী বিজয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত এই বিজয় মহোৎসব অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম এই বিজয় মহোৎসবের আয়োজন করে। একই সঙ্গে নাগরিক এই সংগঠনটি তাদের যুগপূর্তি পালন করে।

বিজয় মহোৎসবে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি বিজয় মহোৎসবে গান, নাচ, কবিতা ও মঞ্চনাটক পরিবেশিত হয়।

স্থানীয় শিল্পীরা ছাড়াও দেশের জনপ্রিয় আধুনিক, ব্যান্ড ও বাউল শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

শেষদিন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে সংগীতশিল্পী আলম আরা মিনু এবং অর্ক ব্যান্ডের হাসান ও তার দল সংগীত পরিবেশন করেন।

উৎসবের তিনদিনই এসব পরিবেশনা উপভোগ করতে হাজারো দর্শক শ্রোতার ভিড় ছিল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৫০ জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, ৫০টি কেক কেটে, ৫০টি বেলুন ও ২৫০টি ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

বিজয় মহোৎসব-২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি।

উৎসবের তিনদিনের বিভিন্ন পর্বে সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথিরা তাদের অনুভুতি প্রকাশ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখসহ শহরের বিশিষ্টজন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর