কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির রোল নির্ধারণ

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৫:৫৪ | কুলিয়ারচর 


"জ্ঞান অর্জনের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও" এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২২ সনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রোল নম্বর নির্ধারণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর)  সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে লটারির এ ড্র অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত এই লটারি ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান বাদল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য খোর্শেদ আলম কাজল, আনোয়ার হোসেন খান পারভেজ, শাহ্ আলম, জুয়েল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলী আক্তার, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজ, শ্যামাই কান্দি লোকমানখার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল হক প্রমুখ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লটারির মাধ্যমে ছেলেদের মধ্যে পলাশ মিয়া ১ম, তামিম মিয়া ২য় ও জুনাইদ মিয়া ৩য় হয়।

মেয়েদের মধ্যে তানিয়া ১ম, মার্জিয়া আক্তার ২য় ও ইসরাত জাহান হৃদি ৩য় হয়।

তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর