কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে ইউপি নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

 স্টাফ রিপোর্টার | ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, ৯:৩৬ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আচরণ বিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে ৭ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণ বিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এ, এস, এম, আজিজুল হক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর