পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
মে ১৭, ২০২৫
পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. জুবায়েত (২১) নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ মে) পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মো. জুবায়েত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী নামাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নবম শ্রেণির শিক্ষার্থী ও তার পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৭ মে) পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।

এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো. জুবায়েতকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ