বগুড়ায় উদীচী’র জাতীয় সংগীত পরিবেশন মঞ্চে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা সংসদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় রঙমহলের সামনে গানে গানে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে দেশাত্মবোধক ও প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়।
এতে গণসঙ্গীত শিল্পী সাখাওয়াত হোসেন খান, বেতার ও টেলিভিশন শিল্পী আকিল রহমান, একেএম জসিম উদ্দিন হিরু, সুকান্ত আচার্য, নিয়ামুল হক, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাদির প্রমুখ অংশ নেন।
শিল্পীদের তবলায় সহযোগিতা করেন সন্দীপ হেলা।
কর্মসূচি চলাকালে জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, জেলা উদীচী’র সহ-সভাপতি আবুল হাসেম বিএসসি, সদস্য হোসেন আলী মাস্টার প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।