কিশোরগঞ্জে ৪৭ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে মোট ৮ লাখ ১৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা শহরের গাইটালে সংস্থার কিশোরগঞ্জ-১ আঞ্চলিক অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের আয়োজনে অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ৪৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ২১ শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেলের সভাপতিত্বে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
ডিএসকে কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৫ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোজাম্মেল হক, কিশোরগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক জয়ন্ত সূত্রধর, যশোদল শাখার ব্যবস্থাপক নিরাঞ্জন সরকার, কালিয়াচাপড়া শাখার ব্যবস্থাপক আরিফুল আলম খান, গচিহাটা শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, গাইটাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তিনজন অভিভাবক তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এ বছর জেলার মোট ১৪৯ জন দরিদ্র ও মেধাবীর মাঝে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।