কিশোরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
মে ২১, ২০২৫
কিশোরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা ও পুরস্কার বিতরণ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শনিবার (১০ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

কিশোরগঞ্জ সদরের উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল, কিশোরগঞ্জ সদর উপজেলার জামায়াত ইসলামীর আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলী সরকার, স্বল্প যশোদল দক্ষিণ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গণি প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন সুরুজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিযুষ চন্দ্র দে।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তার শাওন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শুদ্ধ লেখনী, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিদের সাথে নিয়ে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ