পাকুন্দিয়ায় ভুয়া ভোটার বানানোর চেষ্টা, দুই স্টাফ বরখাস্ত, চারজনের নামে মামলা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
মে ৭, ২০২৫
পাকুন্দিয়ায় ভুয়া ভোটার বানানোর চেষ্টা, দুই স্টাফ বরখাস্ত, চারজনের নামে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ হাজার টাকা ঘুষের বিনিময়ে ৭ বছর বয়স বাড়িয়ে ভোটার বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ও ঝাড়ুদারের বিরুদ্ধে।

এ ঘটনায় ডাটা এন্ট্রি অপারেটর বারীউল ইসলাম (২৭) ও ঝাড়ুদার রকিবুল ইসলাম রকি (২৪) কে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ভোটার হতে চাওয়া আরাফাত মিয়া ও মধ্যস্থতাকারী জহিরুল ইসলাম এই চারজনের নামে পাকুন্দিয়া থানায় একটি প্রতারণা মামলা করা হয়েছে।

গত ২৯ এপ্রিল পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

অভিযুক্ত পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) বারীউল ইসলাম ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলা সদরের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ঝাড়ুদার রকিবুল ইসলাম রকি পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের অবি মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দুই দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলিম মাদ্রাসার মাঠে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিল।

এ সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আরাফাত মিয়া (১৫) মিথ্যা তথ্য দিয়ে তার বয়স ১৫ থেকে ৭ বছর বাড়িয়ে ২২ বছর করে এনআইডি কার্ড করার জন্য মির্জাপুর আলিম মাদ্রাসার মাঠে হাজির হয়।

সেখানে মধ্যস্থতাকারী (দালাল) পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামের জহিরুল ইসলামের সাথে তার পরিচয় হয় এবং আইডি কার্ড করে দেয়ার জন্য ৬ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।

পরে মধ্যস্থতাকারী জহিরুল পাকুন্দিয়া নির্বাচন অফিসের ঝাড়ুদার (আউটসোর্সিং) রকিবুল ইসলাম রকির সাথে অর্থের বিনিময়ে নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার (আউটসোর্সিং) বারীউল ইসলামের সাথে চুক্তিবদ্ধ হয়ে ভোটার আইডি কার্ড বানানোর কার্যক্রম শুরু করেন।

গত ২৮ এপ্রিল ছবি পরিবর্তনের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন কার্যালয় সচিবালয় ঢাকায় আবেদন করেন। আবেদন পর্যালোচনা করে তাদের সন্দেহ হলে আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসের দুইজন স্টাফের যোগসাজসে মিথ্যা তথ্য প্রদান করে অর্থ লেনদেনের মাধ্যমে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছে আরাফাত মিয়া। আবেদনকারী আরফাত মিয়া কমিশন বরাবরে  এ সংক্রান্ত একটি লিখিত দিয়েছে।

পরদিন ২৯ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার উপ পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মাহবুবা মমতা হেনা অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ভোটার তালিকা আইন ২০০৯ ও জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন।

ওইদিনই পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারা এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪/১৬(১)(২)/১৮(২) ধারায় পাকুন্দিয়া থানায় মামালা করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ভুয়া ভোটার বানানোর ব্যাপারে আমি কিছুই জানতাম না। কমিশনের চিঠি পেয়ে বিষয়টি অবগত হয়েছি। এতে আমাদের অফিসের আউটসোর্সিং এর দুই জন স্টাফ জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং এ কাজে জড়িত চারজনের নামে কমিশনের নির্দেশে মামলা করা হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নির্বাচন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের জালিয়াতির ঘটনায় সঠিক  তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ