বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফুল আলম

স্টাফ রিপোর্টার | খেলাধুলা
মে ৩, ২০২৫
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফুল আলম

জাতীয়তাবাদী ঘরানার সংগঠকদের সমন্বয়ে গঠিত নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।

শনিবার (৩ মে) ৪৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।

ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে তারেক রহমানের নির্দেশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল।

আর সে লক্ষ্যেই আজকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কোচ নিয়োগ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি ভাবে ক্রীড়া কর্মসংস্থান করা হবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের বিভাগীয় কমিটি করে একে একে জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে কাজ শুরু করবে অ্যাসোসিয়েশন। সকলে মিলে জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করবো।

খেলাধুলা'র অন্যান্য খবর

সর্বশেষ