শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার | অর্থবাণিজ্য
জানুয়ারী ২৮, ২০২৫
শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

স্বেচ্ছাসেবক দলের শাহবাগ থানার সদ্য সাবেক আহ্বায়ক,  সদস্য সচিব,  যুগ্ম আহ্বায়কদের বাদ দিয়ে কর্মীসভা করার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ওই থানার তৃণমূল নেতাকর্মীরা।  আজ দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল  শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহম্মেদ বলেন, ২৭ শে জানুয়ারি শাহবাগ থানা আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে ভাড়াটিয়া আওয়ামী লীগের লোক দিয়ে কর্মী সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদারসহ অন্যরা। ওই কর্মী সভা আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে শাহবাগ থানার বর্তমান আহ্বায়ক কমিটি ও কর্মী সমর্থক বৃন্দ। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন সেগুনবাগিচায় কাচাবাজার হয়ে  নয়াপল্টন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর,পুরানা পল্টন মোড় এলাকার মূল সড়ক প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমি সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন  শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অর্থবাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ