ইসরাইলি সেনার গুলিতে বিদ্ধ শৈশব, দু’বছরের লায়লার নিষ্প্রাণ দেহ আঁকড়ে মা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
জানুয়ারী ২৮, ২০২৫
ইসরাইলি সেনার গুলিতে বিদ্ধ শৈশব, দু’বছরের লায়লার নিষ্প্রাণ দেহ আঁকড়ে মা

যুদ্ধবিরতি চলাকালীন ফের ফিলিস্তিনে হামলা ইসরাইলের। অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের সামরিক অভিযান চালানোর সাথে সাথে ইসরাইলি বাহিনী এক দুই বছরের ফিলিস্তিনি শিশুকন্যাকে গুলি করে হত্যা করেছে।
এক বিবৃতিতে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে লায়লা আল-খতিব শনিবার উত্তর দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে  ইসরাইলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর ‘গুরুতর ক্ষত’র কারণে মারা যায়। ইসরাইলি হামলায় মেয়েটির অন্তঃসত্ত্বা  মা-ও সামান্য আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাদের সৈন্যরা একটি ভবনে গুলি চালায়। সাংবাদিকদের সাথে কথা বলার সময় আল-খতিবের দাদী বলেন, গোটা  পরিবার যখন রাতের খাবার খাচ্ছিলো তখন হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তিনি বলেন, মেয়েটি তার মায়ের একমাত্র সন্তান ছিল। ঘটনার পর জেনিনে লায়লার ছবি-সহ বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্ব জুড়ে সমাজমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন নেটাগরিকরা। অভিযোগ বেছে বেছে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে নিশানা করছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে যে, পশ্চিম তীরে বালাতা শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন আহমদ মাহমুদ হাশাশ-কে  (৪২)। ইসরাইলি সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলিতে জেনিনে একাধিক অভিযান চালিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র একদিন পরেই ইসরাইল অভিযান চালায়।

ইতিমধ্যেই ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় ৪৭ হাজরেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দাবি, লুকিয়ে থাকা যোদ্ধাদের খোঁজেই নাকি ওই অভিযান! সোমবার সর্বশেষ ইসরাইলি হামলা শুরু হওয়ার আগে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী, যারা ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্ব-শাসন অনুশীলন করে, জেনিনে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়েছিল। প্রাণহানির পাশাপাশি, ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে প্রধান সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।  মানুষের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র :  আলজাজিরা

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ