জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাসহ সকল মুক্তিকামী মানুষের মাঝে যে অভূতপূর্ব জাগরণ ঘটেছে, ফ্যাসিবাদী শাসন ও ব্যবস্থা থেকে মুক্তি লাভের জন্য অগণিত মানুষের আত্মবলিদানের যে মহৎ উৎসব সংঘটিত হয়েছে, তা ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে ঐতিহাসিকতায় স্থাপিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে- শিক্ষার্থী, জনতা ও তরুণ প্রজন্ম কীভাবে মৃত্যুকে সংবর্ধিত করার জন্য আনন্দিত, উদ্বেলিত, বিমোহিত ও অনুপ্রাণিত হয়েছে! প্রসারিত হাত পেতে বুলেটকে নিমন্ত্রণ এবং মৃত্যুভয়কে জয় করার প্রতিযোগিতা- পরাক্রমশালী ও স্বৈরাচারী শেখ হাসিনার অহংকার এবং দম্ভকে চিরদিনের জন্য চুরমার করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম- ছয় বছরের শিশুসহ অনেক নারীকে কোনোরকম যুদ্ধের ঘোষণা ছাড়াই নির্বিচারে প্রাণ দিতে হয়েছে। জুলাই গণহত্যাসহ গত ১৫ বছরের শাসনামলের ভয়াবহতা, নির্মমতা, অত্যাচার-নিপীড়নের ভয়ঙ্করচিত্র, গোপন বন্দিশালা ও আয়নাঘরের নরক সমতুল্য বর্বরদৃশ্য এখনো বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়নি। মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে লুণ্ঠন করার গুরুতর পাপে পাপী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার- হীনস্বার্থে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংস করে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপজ্জনক ঝুঁকিতে ফেলে দিয়েছে। ফলে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন বা উৎখাত করা-ই সকল মুক্তিকামী মানুষের অন্যতম কর্তব্য হয়ে ওঠে।
যেকোনো বিপ্লব বা গণ-অভ্যুত্থানের আইনগত ও নৈতিক ভিত্তি প্রদানে ঘোষণাপত্র উপস্থাপিত করতে হয়। এতে করে গণহত্যাকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যেকোনো লড়াই-সংগ্রাম সাংবিধানিকভাবে বৈধ এবং জনগণের সম্মতিপ্রাপ্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের অভিপ্রায়ের পর, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগ ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে একদিকে সংহত করবে, অন্যদিকে গণ-অভ্যুত্থানের দার্শনিকভিত্তি ও অভিপ্রায় নিয়ে ঐকমত্য সৃষ্টি করবে।
যেহেতু গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামত গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে, সেহেতু জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘোষণাপত্রে সংযুক্ত বা অন্তর্ভুক্ত করার জন্য আমার প্রস্তাবনা হাজির করছি।