কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে আওয়ামী লীগ-জাতীয় পার্টি সমানে সমান

 আমিনুল ইসলাম বাবুল | ১২ নভেম্বর ২০২১, শুক্রবার, ২:৩০ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এই ৭টি ইউনিয়নে নৌকা মার্কার তিনজন, লাঙ্গল মার্কার তিনজন ও স্বতন্ত্র একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় বিজয়ীরা হচ্ছেন, ২নং রাউতি ইউপিতে মো. ইকবাল হোসেন তারিক, ৩নং ধলা ইউপিতে মো. আফরোজ আলম ঝিনুক এবং ৫নং দামিহা ইউপিতে এ.কে. মাইনুজ্জামান নবাব।

জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কায় বিজয়ীরা হচ্ছেন, ৪নং জাওয়ার ইউপিতে মো. ইমদাদুল হক রতন, ৬নং দিগদাইড় ইউপিতে মো. আশরাফ উদ্দিন ভুঞা আসাদ এবং ৭নং তাড়াইল-সাচাইল ইউপিতে মো. সাঈম দাদ খান নওশাদ।

এছাড়া ১নং তালজাঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু জাহেদ ভূঞা আনারস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল ওয়াদুদ (মটর সাইকেল) পেয়েছেন ৩ হাজার ৫১৯ ভোট।

রাউতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন তারিক (নৌকা) ৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূর শরীফ উদ্দীন আলম (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৪৩ ভোট।

ধলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফরোজ আলম ঝিনুক (নৌকা) ৬ হাজার ৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সৈয়দ সাজেদুর রহমান মিলটন (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ১২৬ ভোট।

দামিহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ.কে. মাইনুজ্জামান নবাব (নৌকা) ৫ হাজার ২৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর ভূঞা (চশমা) পেয়েছেন ৪ হাজার ৭৪৮ ভোট।

তাড়াইল-সাচাইল ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. সাঈম দাদ খান নওশাদ (লাঙ্গল) ৭ হাজার ৬৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪৪৮ ভোট।

জাওয়ার ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. ইমদাদুল হক রতন (লাঙ্গল) ৫ হাজার ২৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহারিয়ার খান (আনারস) পেয়েছেন ৪ হাজার ৫৪২ ভোট।

দিগদাইড় ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মো. আশরাফ উদ্দিন ভুঞা আসাদ (লাঙ্গল) ৩ হাজার ৮৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. গোলাপ হোসেন ভূঞা (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭২২ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর