'চাই সুন্দর চাই নান্দনিক শুদ্ধতা' এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হেমন্তকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়টির আয়োজনে শনিবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, নারী ও শিশু অধিকার বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী সুমনা শিল্পী, মুক্তিযুদ্ধ ও লোক সংস্কৃতি গবেষক বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাহিত্য সমালোচক এডভোকেট নাসির উদ্দীন ফারুকী, উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক এবং কবি ও শিক্ষক আমিনুল হক বাচ্চু।
উৎসবে সভাপতিত্ব করেন চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাচ্চু।
দশম শ্রেণির শিক্ষার্থী অর্পী ও আফসানার সঞ্চালনায় উৎসবে বিশিষ্ট কবি সাহিত্যিক, নাট্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন।