কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১ নভেম্বর ২০২১, সোমবার, ৭:৫১ | পাকুন্দিয়া  


‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ,  বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল আজিজ আকন্দ।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ২৩ জন যুবক-যুবতীর মাঝে ৯ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর