কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাম্প্রদায়িক নিপীড়নের প্রতিবাদে করিমগঞ্জে মানববন্ধন র‌্যালি

 করিমগঞ্জ সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২১, সোমবার, ৬:৪৯ | করিমগঞ্জ  


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক নৈরাজ্য ও নিপীড়নের প্রতিবাদে 'সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করো, রুখে দাঁড়াও' স্লোগানে কিশোরগঞ্জের করিমগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকালে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে সম্প্রীতি মঞ্চের আয়োজনে এ মানববন্ধন ও পরে পৌরসদরে প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমরেড এনামুল হক ইদ্রিস।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কবি কফিল আহমেদ, করিমগঞ্জ সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ সরকার, করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী, করিমগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. মোশাররফ হোসেন বুলবুল, নারী নেত্রী ও সংগঠক শাহিদা খানম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ সরকার টিংকু, নারী নেত্রী চন্দ্রা সরকার এবং রাজনৈতিক নেতাদের মধ্যে হুমায়ুন কবির স্বপন ভান্ডারী, আবু সুফিয়ান, রবিউল আওয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচি সঞ্চালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব।

এএসআই ইমরান ভূইয়ার নেতৃত্বে করিমগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল এতে শৃঙ্খলার দায়িত্ব পালন করে।

বক্তাগণ সারা দেশে সংগঠিত নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির মেলবন্ধন রচনার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে বিভিন্ন ধর্মাবলম্বী প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর এতে অংশ গ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর