কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৭:৩৬ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে বসতঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌসুমী (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় করিমগঞ্জ পৌরসভার সিদলারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে এ নিহতের ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ মৌসুমী করিমগঞ্জ পৌরসভার সিদলারপাড় এলাকার কুয়েত প্রবাসী মো. রুবেল মিয়ার স্ত্রী। তিনি উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ঢালারপাড়ের স্থায়ী বাসিন্দা। তবে বেশ কয়েক বছর আগে সিদলারপাড়ে বাসা নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বসতঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন গৃহবধূ মৌসুমী।

তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মায়ের মৃত্যুর পর নিহত গৃহবধূর দুই পুত্র সন্তান মাহিন (৮) ও তুহিন (৪) এর আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) বাদ জোহর আয়লা বড়বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর