কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৭:৪৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে সরকার প্রদত্ত ভর্তুকী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সামাদ ও এমাজ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, হামিমুল হক সোহাগ, আমিনুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় নাবি পাট বীজ উৎপাদনে আগ্রহী এমন ৩০ জন কৃষককে বাছাই করা হয়েছে।

তাদের প্রত্যেককে খরিপ-২০২১-২০২২ মৌসুমে নাবি পাট বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য ৫০০ গ্রাম পাট বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ইউরিয়া সার প্রদান করা হয়েছে।

এছাড়া পরিচর্যা শ্রমিক ও বালাইনাশক বাবদ ২৬৩০ টাকা মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক হিসাব নম্বরে পরবর্তীতে প্রদান করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর