কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৮ আগস্ট ২০২১, শনিবার, ৩:৩৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার (২৮ আগস্ট) মাইকিং এবং ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা এবং রোববার (২৯ আগস্ট) সকাল ১০টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির উপস্থিতিতে মাছের পোনা অবমুক্তকরণ।

এছাড়া সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা।

সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর