কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পেঁপে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ১১:৩৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক লাইনের নিচে থাকা গাছ থেকে লোহার রড দিয়ে পেঁপে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান শুভ (১৯) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত হওয়ার এ ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্র মিজানুর রহমান শুভ হোগলাকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিন সরকারের ছেলে ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের বিএম শাখার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ৩৩ কেভি লাইনের নিচের পেঁপে গাছ থেকে লোহার রড দিয়ে পেঁপে পাড়ছিল মিজানুর রহমান শুভ।

এ সময় অসাবধানতাবশত পেঁপে পাড়ার রডটি বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে গেলে মিজানুর রহমান শুভ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর