কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মো. খাইরুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শম্ভুপুর রেলগেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহগামী লেনের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গাঁজার চালানসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাকোয়া গ্রামের মো. হাবিল মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার সময় উপজেলার শম্ভুপুর রেলগেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহগামী লেনের উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. খাইরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮ কেজি ৮শ’ গ্রাম গাঁজা, একটি পিকআপ ও প্লাস্টিকের ১২ টি ড্রামসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।