কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ৮৯ জন মোটরযান শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৯ আগস্ট ২০২১, সোমবার, ৭:৫৫ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনাভাইরাস কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ৮৯ জন মোটরযান চালক ও শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসি।

সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৮৯ জন ক্ষতিগ্রস্ত মোটরযান শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তৈল ও ১টি করে সাবান দেওয়া হয়।

এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. মনির উদ্দিন, ইউএনও অফিসের সি এ কাম উচ্চমান সহকারী ফজলুর রহমান পটল প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর