কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে গণটিকা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৭ আগস্ট ২০২১, শনিবার, ৪:১৩ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর বিকাল ৩টা পর্যন্ত গণটিকা কার্যক্রম পরিচালিত হয়।

এতে উপজেলার ৯টি ইউনিয়নে ৫ হাজার ৪০০ জন ও একটি পৌরসভার ৭৮৪ জনকে করোনা ভাইরাস কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।

উপজেলায় গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা স্বাস্থ্য ও প. ঈ. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্যাম্পেইনের মাধ্যমে পর্যায়ক্রমে ২৫ বছর ও তদূর্ধ্ব মানুষকে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা দেওয়া হবে।

কার্যক্রমকে সফল করতে টিকাদানকর্মীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির ৯৮ জন সদস্য ভলান্টিয়ার হিসাবে সরাসরি সম্পৃক্ত থেকে টিকাদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর