কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এমপির অনুদানের চিঠি বিতরণ

 বিজয় কর রতন, মিঠামইন | ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ১২:২৬ | মিঠামইন 


কিশোরগঞ্জ জেলার মিঠামইনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকার অনুদানের চিঠি সহ ৩০ লক্ষ টাকার অনুদান ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের হাতে অনুদানের চিঠি তুলে দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে অনুদানের চিঠি বিতরণের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব।

এতে অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী চৌধুরী, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, উপজেলা ভাইসচেয়ারম্যান মো. ইব্রাহীম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইন উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পাভেল রহমান, মোশারফ হোসেন ডালিম, সোহেল চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, এ সকল অনুদানের সঠিক ব্যবহার চাই। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে অনুদান দিচ্ছে। এ সকল অর্থের কোন রকম অপচয়ের অভিযোগ যেন শুনতে না হয়। আমি জানি ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা কেউ আত্মসাৎ করবেন না।

তিনি কাটখাল ও বৈরাটির লোকজনের উদ্দেশ্যে বলেন, নতুন করে বরাদ্দ এলে আপনারা নলকূপসহ অন্যান্য অনুদান পাবেন।

তিনি সকলকে করোনা মুক্ত থাকার জন্য মাস্ক ব্যবহার এবং টিকা গ্রহণের ব্যাপারে তাগিদ দেন।

প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক পরে বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর