কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপহারের এ খাদ্য সামগ্রী ৭০ জন শ্রমিকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ কেজি তেল।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতিপালন করতে গিয়ে কর্মহীন ৭০ জন রেলওয়ে শ্রমিকের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে এ সহায়তা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সহায়তা চলমান থাকবে বলেও ইউএনও লুবনা ফারজানা জানান।