কিশোরগঞ্জের ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে মেঘনা নদীতে ঈদ আনন্দ উদযাপন করায় দুটি নৌকার ১১ জনকে মোট ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে ঈদ আনন্দ ভ্রমণে বেরিয়ে তারা এই আক্কেল সেলামি দেন।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব নৌ-থানা পুলিশ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা বলেন, এ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব প্রশাসন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে।
কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ভৈরবের মেঘনা নদীতে সাউন্ডবক্স নিয়ে তরুণরা ঈদ আনন্দ উদযাপনে বের হলে ভ্রাম্যমাণ আদালত দুটি নৌকা আটক করে।
পরে নৌকা দুইটিতে থাকা ১১ জন ব্যক্তিকে মোট ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও লুবনা ফারজানা জানিয়েছেন।