কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে পদ্মা ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৭:০৬ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামে-বেনামে বিস্কুট, চিপস ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন করা এবং শিশুদের দিয়ে কাজ করানোর অপরাধে পদ্মা ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা ফুড প্রোডাক্টস এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এর মধ্যে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামে-বেনামে বিস্কুট, চিপস ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে ৯৫ হাজার এবং শিশুদের দিয়ে কাজ করানোর অপরাধে বাংলদেশ শ্রম অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীটিতে বিএসটিআই অনুমোদন ছিল না। করোনা মহামারিতে কোন রকমের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। কারো হাতে ছিল না হ্যান্ড গ্লাভস।

এছাড়া অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে।

বিএসটিআই আইন ও বাংলাদেশ শ্রম আইনে পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীর মালিক মিলন মিয়াকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর