কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় নৌ-শ্রমিক ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার, ৮:৪৩ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া সকল নৌ-শ্রমিক ও ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ বিদ্যাপীট প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়।

ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর কর্মহীন নৌ-শ্রমিক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মাস্ক তুলে দেন।

কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ নৌ-শ্রমিক ও ছিন্নমূল মানুষজন ঈদের আগে এই সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নগত ৫শ’ টাকা ও খাদ্যসামগ্রী দিয়ে স্বস্তিতে তারা আসন্ন ঈদুল আযহা উদযাপন করতে পারবেন বলে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর