কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নাট্যব্যক্তিত্ব, স্বাস্থ্য পরিদর্শক ও হোমিও চিকিৎসক ডা. রঞ্জন সরকারের প্রথম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০২১, রবিবার, ২:৪০ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক, সংস্কৃতিকর্মী রাজীব কুমার সরকার এর পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, হোমিও চিকিৎসক ও নাট্যব্যক্তিত্ব রঞ্জন সরকারের ১ম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

সনাতন শাস্ত্র মতে তিথি অনুসারে রোববার (১১ জুলাই, ২৬ আষাঢ়) নিজ বাড়িতে এ বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।

১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় এ কর্মসূচি পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।

এছাড়া প্রয়াত রঞ্জন সরকারের স্মরণে একটি গ্রন্থের কাজও প্রায় শেষের দিকে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সে ২০২০ সালের ২২ জুন দিবাগত রাত ১২টা ৩ মিনিটে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম গ্রামের নিজবাড়িতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, হোমিও চিকিৎসক ও নাট্যব্যক্তিত্ব রঞ্জন সরকার পরলোকগমন করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর