কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রূপগঞ্জে নিখোঁজ কটিয়াদীর তিনজন, স্বজনের আহাজারি

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১০ জুলাই ২০২১, শনিবার, ১১:১০ | কটিয়াদী 


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণগোপের হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তিন নারী শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বাড়ি ঘরে তালা দিয়ে স্বজনেরা ছুটে গেছেন ঘটনাস্থলে।

নিখোঁজ তিন নারী শ্রমিকই উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের। তারা হলেন, তাছলিমা আক্তার (১৮), রাবিয়া আক্তার (১৯) ও উমৃতা আক্তার (২৫)।

তাদের মধ্যে তাছলিমা গৌরিপুর গ্রামের হতদরিদ্র বাচ্চু মিয়ার মেয়ে, রাবিয়া চান্দুমিয়ার মেয়ে এবং উমৃতা সেলিম মিয়ার স্ত্রী।

অগ্নিকাণ্ডের পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পেতে পিতা-মাতা, স্বামী ও অন্যান্য স্বজন বাড়িঘরে তালা দিয়ে রূপগঞ্জের ঘটনাস্থলে ছুটে গেছেন।

অধীর অপেক্ষায় তাদের ফিরে পাওয়ার আশায় প্রহর গুণছেন।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের পিতা-মাতা, স্বামী স্বজন ঘটনাস্থলে ছুটে গেছেন। অদ্যাবধি সেখানেই আছেন। এখনো তাদের কোন সন্ধান মিলেনি।

সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ বলেন, নিখোঁজের পরিবার পরিজন অতিদরিদ্র। একটু সচ্ছলতার জন্য এলাকার মেয়েরা কারখানায় কাজ করে। অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও অহত বা নিহত ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানাই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, নিখোঁজ শ্রমিকদের যেহেতু এখনো সন্ধান মিলেনি কাজেই তারা হয়তো বেঁচে নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শ্রমিকদের চিহ্নিত করে যতদ্রুত সম্ভব স্বজনদের হাতে মৃতদেহ হস্তান্তরের আহবান জানাই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর