কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জব্দ করা সিট ও প্রধানমন্ত্রীর সহায়তার দুটোই পেলেন ১০৫ অটোরিকশা মালিক

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৬ জুলাই ২০২১, মঙ্গলবার, ৭:৩২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ১০৫টি ব্যাটিারি চালিত অটোরিকশা মালিককে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া লকডাউন কার্যকর করার জন্য আগের দিন এসব অটোরিকশার জব্দ করা সিট ফেরৎ দেওয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে লক ডাউন কার্যকরে ঘরে থাকো নিরাপদ থাকো এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৬ জুলাই) এসব অটোরিকশা মালিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

হোসেনপুর উপজেলা পরিযদ মাঠে এ সহায়তা বিতরণ করা হয়।

বিতরণকৃত সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ২কেজি আলু, ২কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ১কেজি লবণ ও ১লিটার সয়াবিন তেল।

করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থাকতে পুলিশ সোমবার (৫ জুলাই) ১০৫টি অটোরিকশার সিট জব্দ করে। এ কারণে কর্মহীন হয়ে যাওয়া পরিবারগুলোকে এ সহায়তা দেওয়া হয় এবং তাদের জব্দকৃত সিটগুলো ফেরৎ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিযদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা এবং থানার পরিদর্শক (তদন্ত) নূর ইসলাম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর