কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১২ মামলার আসামি নৌ ডাকাত শাহজাহান গ্রেপ্তার

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৫ জুলাই ২০২১, সোমবার, ১১:২৫ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরব নৌ-থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ১২ মামলার আসামি মো. শাহাজাহান (৪০) নামে নৌ ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফকির দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নৌ ডাকাত মো.শাহাজাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফকির দিয়া গ্রামের চারু মিয়া'র ছেলে।

নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া'র নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফকির দিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নৌ ডাকাত দলের সদস্য মো. শাহাজাহানকে আটক করা হয়।

নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, আটককৃত নৌ ডাকাত দলের সদস্য মো. শাহাজাহান এর নামে ভৈরবসহ আশেপাশের থানায় এক ডজন মামলা রয়েছে।

এছাড়া মো. শাহাজাহান কে আটক করার পর আমরা তার কাছ থেকে ৪টি মোবাইল, ৩ ড্রাম ডিজেল, ২ বান্ডেল কাপড় ও ২ টি ছুরি উদ্ধার করি।

তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা থাকায় আটকের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর