কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য দম্পতি আটক

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৮ জুন ২০২১, মঙ্গলবার, ১১:৪৩ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে উপজেলার সাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চোরাই গরুসহ আটক হওয়া দম্পতি হচ্ছে, আবুল কাশেম (৪৬) ও তার স্ত্রী জরিনা (৩৮)। আবুল কাশেম গকুলনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

মঙ্গলবার (৮ জুন) বিকালে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গকুলনগর গ্রামে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায় হোসেনপুর থানা পুলিশ। অভিযানে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য কাশেম-জরিনা দম্পতিকে আটক করা হয়।

পরে হোসেনপুর থানার এসআই লিংকন বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৮জুন) বিকালে আদালতে চালান দেয়ার পর কারাগারে পাঠানো হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এই দম্পতি দীর্ঘদিন যাবৎ গরু চুরির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তারা একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য।

তাদের জিজ্ঞাবাসাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোর চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর