কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ২০০ অসহায় নারী পেলেন ঈদের শাড়ি

 স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২১, রবিবার, ১১:৫৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২০০ জন অসহায় নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবিক মানুষ তাদের এসব শাড়ি দিয়েছেন।

রোববার (৯ মে) সকালে উপজেলার বিভিন্ন অসহায় নারীদের হাতে এসব শাড়ি তুলে দেন উপজলো শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম।

নাম প্রকাশে অনচ্ছিুক এক ব্যক্তি উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় ও বয়স্ক নারীদের জন্য এসব শাড়ি দিয়েছেন।

ঈদের আগে নতুন কাপড় পেয়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হন অসহায় ও বয়স্ক নারীরা।

উপজেলার দ্বিপেশ্বর গ্রামের রহিমা আক্তার জানান, করোনাকালীন সময়ে ঈদের শাড়ী পেয়ে তারা খুবই আনন্দিত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর