কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ৪ হেফাজত কর্মী ও কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৩ মে ২০২১, সোমবার, ৭:১৮ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে নাশকতার মামলায় চার হেফাজত কর্মী এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার (৩ মে) তাদেরকে কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত চার হেফাজত কর্মী হচ্ছে, উপজেলার জালালপুর নদীর বাধেঁর নুরুল ইসলামের ছেলে মো. কামাল (৩২), মুমুরদিয়া ইউনিয়নের মানিক মিয়ার ছেলে ফজলে রাব্বি (৩২), পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৫) ও আব্দুল মতিনের ছেলে ইব্রাহিম (৩৫)।

এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বর্মণ বিরাজ অনির্বাণকে পিটিয়ে আহত করার মামলায় রোববার (২ মে) রাতে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরা হচ্ছে, পৌর এলাকার বীর নোয়াকান্দি গ্রামের মতি মিয়ার ছেলে রাসেল (২১) ও লাবু মিয়ার ছেলে ইমন (২৩)।

গত ৯ এপ্রিল সন্ধ্যায় কটিয়াদী কলেজ রোডে একটি ল্যাম্পপোস্ট ভাঙ্গার প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্মন বিরাজ অনির্বাণকে কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর