কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জন্মশতবর্ষে সত্যজিৎ রায়কে স্মরণ

 স্টাফ রিপোর্টার | ২ মে ২০২১, রবিবার, ১১:৩৮ | কটিয়াদী 


অস্কার বিজয়ী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামের পৈতৃক বাড়িতে 'সত্যজিৎ স্মরণ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মে) বিকালে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈম।

এতে আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা প্রবাল ভৌমিক, রক্তদান সমিতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রন্থাগার সংগঠক মাহবুবুর রহমান, দীপশিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার অর্থ সম্পাদক সাকিবুল হাসান সোহাগ, গ্রন্থাগার আন্দোলনের সদস্য ইয়ারিস হক রামিম, সাব্বির আহমেদ, ফুয়াদ হাসান আদর, আব্রারুল হক তাকী, সংস্কৃতিকর্মী সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, রাহুল রায়, রোবেল সাগর, কাওসার আহমেদ রানা, আরমান হোসেন বাবু প্রমূখ।

স্মরণ অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের জীবন ও কর্মের নানান দিক নিয়ে আলোচনাসহ মসূয়ায় তাঁর পিতা সুকুমার রায় ও পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতিবিজড়িত জরাজীর্ণ বাড়িটির রক্ষণাবেক্ষণ এবং কলেজ, সংস্কৃতি চর্চাকেন্দ্র, গ্রন্থাগার ও সংগ্রহশালা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর