কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৭:৫৯ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৪শ’ জন পরিবহণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভৈরব পৌর স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এ সময় প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবন ও একটি করে মিষ্টিকুমড়া দেয়া হয়।

জানা যায়, সারাদেশে করোনা প্রতিরোধে লকডাউন চলছে। দীর্ঘদিনের লকডাউনে ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও বন্ধ রয়েছে গণপরিবহণ সেবা।

এজন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে ভৈরবের পরিবহণ শ্রমিকদের মধ্যে ৪শ’ জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. খুরশীদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাফিউল আলম মঈন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিল্লুর রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা যুবলীগ আহবায়ক অরুণ আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর