কিশোরগঞ্জের নিকলীতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মনি আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মনি আক্তার ধারিশ্বর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগছিল।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধারিশ্বর গ্রামের ওই কিশোরী ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। এতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।