কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিক আলহাজ্ব আব্দুল করিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

 স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১:০৪ | রকমারি 


কিশোরগঞ্জের আওয়ামী রাজনীতির মহিরুহ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, তাবলীগ জামাতের মুরুব্বী আলহাজ্ব মো. আব্দুল করিম এঁর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ (২০ এপ্রিল)।

২০১৮ সালের আজকের দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। এজন্যে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

৮৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর বড় ছেলে রেজাউল করিম শিপন কিশোরগঞ্জের একজন সুপরিচিত অনলাইন এক্টিভিস্ট এবং ছোট ছেলে এনায়েত করিম অমি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

আলহাজ্ব মো. আব্দুল করিম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের দুর্দিনের অন্যতম কাণ্ডারি আলহাজ্ব মো. আব্দুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর ‘হোটেল নিরালা’ ছিল কিশোরগঞ্জের অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার।

সদালাপী, সদাচারী, জনবান্ধব বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যু ছিল কিশোরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের এক অপূরণীয় ক্ষতি।

জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল করিমের মত নিবেদিত প্রাণ সদা হাস্যোজ্বল নিঃস্বার্থ নেতৃত্ব আজকে খুবই বিরল। তার জীবন থেকে শিক্ষা নিলে আগামী দিনেও জনবান্ধব ও জনসম্পৃক্ত নেতৃত্ব সৃষ্টি হবে বলে রাজনীতি সংশ্লিষ্টরা মনে করেন।

রাজনীতি সংশ্লিষ্টদের ভাষ্য, আলহাজ্ব আব্দুল করিম তার নিরহঙ্কার রাজনৈতিক জীবন দিয়ে সমাজে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করে গেছেন। তাকে কিশোরগঞ্জবাসী চিরকাল স্মরণ রাখবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর