কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে লকডাউনে লুকোচুরি, ২২ ব্যবসায়ীকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ৪:০২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারের বিভিন্ন পয়েন্টে লকডাউন অমান্য করে দোকান খুলে ব্যবসা চালানোর অপরাধে মোট ২২ ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবুবকর সরকার।

এসময় হোসেনপুর অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সরকারের নিদের্শনা অমান্য করে লুকোচুরি করে লকডাউনের মধ্যে দিয়ে ব্যবসায়ীরা কিছু দোকান খুলে ব্যবসা চালিয়ে আসছিল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সদর বাজারের ২২ ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে শিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর