কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে লক ডাউন নিশ্চিত করতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ১০:৩৭ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে লক ডাউন নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হচ্ছে।

বুধবার (১৪ এপ্রিল) বিকালে কুলিয়ারচর বাজার ও ডুমরাকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় এবং সড়ক পরিবহন আইনে ১৪ জনকে ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

কুলিয়ারচর থানার এসআই মোশারফ, ইউএনও অফিসের পেশকার মো. ইমরান হোসেনসহ থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী সাংবাদিকদের বলেন, লক ডাউনে সরকারি নির্দেশনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর