কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে কোচিং সেন্টার চালু রেখে জরিমানা গুণলেন শিক্ষক

 স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৬:৪৩ | হোসেনপুর 


করোনাভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে কিশোরগঞ্জের হোসেনপুরে কোচিং সেন্টার চালু রেখে দুই হাজার টাকা জরিমানা দিয়েছেন ইমরান হোসেন নামে এক শিক্ষক।

বুধবার (৭ এপ্রিল) তার কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।

বিকালে উপজেলার গলাচিপা বাজারে ইমরান হোসেনের কোচিং সেন্টারে তিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এদিন নিম্নআয়ের সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর